Sylhet View 24 PRINT

নবীগঞ্জ পৌরসভার গরুর বাজারে ক্রেতা বিক্রেতার উপছে পড়া ভীড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৭ ১১:১২:০৮

এস এম আমীর হামজা, নবীগঞ্জ :: বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম কুরবানির পশুর হাট নবীগঞ্জ পৌরসভার গরুর বাজার জমে উঠেছে। নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে এই হাট।

এদিকে পবিত্র ঈদুল আযহাকে সামেন রেখে পুরো ধমে জমে উঠেছে পৌরসভার গরুর বাজারটি। ঈদের বাকি আছে আর মাত্র কয়েক দিন। পৌরসভার এই গরুর বাজারে ঈদ বাজার বসবে আর ও দুইদিন।

আগামী শুক্রবার ও ঈদের আগের দিন রবিবার বসবে কুরবানির পশুর ক্রয় বিক্রয় হাট। মঙ্গলবার (৬ জুলাই) পৌরসভার এই বাজারটি ঘুরে দেখা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ক্রেতা বিক্রেতার লোকসমাগম। কুরবানির পশুর দাম সাধ্যর ভীতরে রয়েছে বলে অনন্দিত অন্যান্য জেলা থেকে আসা গরুর বেপারি ব্যাক্তিরা।

তারা বলেছেন একেকটা গরুর মধ্যে ৭/৯ হাজার টাকা লাভ করতে পারছেন। এতে করে খুশি রয়েছে তাদের মন, এমনটিই জানিয়েছেন সিলেট গোয়ারাবাজার,জগন্নাতপুর,ভৈরব,মাধবপুর,মৌলভী বাজার, সিলেট বিয়ানি বাজার, দক্ষিণ সুরমাসহ এসব জেলা উপজেলার বেপারি।
কুরবানির পশু ক্রয় করতে আসা ক্রেতারা ও বলছেন একই কথা। স্বল্প মূলে চাহিদার পশুটি ক্রয় করতে পারছেন।

সিলেটভিউ২৪ডটকম/৭ আগস্ট ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.