Sylhet View 24 PRINT

কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বাহুবলে বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৭ ১৯:৪০:২০

বাহুবল সংবাদদাতা :: ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বাহুবলে। বুধবার বাদ আসর বাহুবল তৌহিদী জনতার ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

মাওলানা আব্দুল বারী আনছারীর সভাপতিত্বে ও হাফেজ আব্দুন নূর-এর পরিচালনায় বক্তব্য রাখেন কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদ্রাসা বোর্ড) বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, ‘কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে, এ সবের শেষ চাই। আমরা চাই স্বাধীন কাশ্মীর। চাই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।’

বক্তারা আরও বলেন, ‘মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্ত্বশাসনটুকুও কেড়ে নিয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন। দ্রুততম সময়ের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

সিলেটভিউ২৪ডটকম/৭ আগস্ট ২০১৯/শামিম/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.