Sylhet View 24 PRINT

ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ জেলায় পরিচ্ছন্নতা অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৮ ১৪:৪৪:০৯

নিজস্ব প্রতেবিদক, হবিগঞ্জ :: ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে (নিমতলা) এ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এই কর্মসূচির উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, পুলিশ, আনসার, এনজিও প্রতিনিধি, বিএনসিসি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ৫ শতাধিক লোক এই কর্মসূচিতে যোগদেন।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/০৮ আগস্ট ২০১৯/কেএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.