আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

এরশাদ স্মরণে নবীগঞ্জে জাতীয় পার্টির শোক সভা ও দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ০৯:৪৮:০০

নবীগঞ্জ প্রতিনিধি :: সাবেক রাষ্ট্রপতি, সংসদীয় বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ স্মরণে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৪ টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হায়দর মিয়া ও পৌর স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ আহমেদ জনির যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দুর রকিব মাষ্টার, জাতীয় স্বেচ্ছাসেবকপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল কাইয়ুম, জাতীয় পার্টি নেতা ডা. হাবিবুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ খাঁন, ইনাতগঞ্জ ইউপি জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন আলম ছাও মিয়া, জাপা নেতা নুরুল ইসলাম প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, নুর মিয়া, নবীগঞ্জ সদর ইউপি জাতীয় পার্টির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, দীঘলবাক ইউপি জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মাওলানা মুশাহীদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এলাওর মিয়া,  জাপা নেতা মাহমুদ মিয়া, ইনাতগঞ্জ ইউপি জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আব্দুস শহীদ, করগাঁও ইউপি জাপা নেতা কুদরত আলী, কুরুশ মিয়া, দেবপাড়া ইউপি জাপা নেতা ধন মিয়া, কুর্শি ইউপি জাপা নেতা বদরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা জাতীয় শ্রমিকপার্টির যুগ্ম আহবায়ক হারুন মিয়া, উপজেলা যুবসংহতির সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালিদুর রহমান, নাছির চৌধুরী, এনামুল হক চৌধুরী এনাম, আব্দুল মতিন মুন্না, ছাবির আহমেদ, ইনাতগঞ্জ ইউপি যুবসংহতির আহবায়ক সাজ্জাদুর রহমান, করগাঁও ইউপি যুব সংহতির যুগ্ম আহবায়ক নোমান মিয়া, আউশকান্দি ইউপি যুব সংহতির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, কুর্শি ইউপি যুব সংহতির সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন, কালিয়ারভাঙ্গা ইউপি যুব সংহতির সহ-সভাপতি সাইদুল ইসলাম, নবীগঞ্জ সদর ইউপি যুব সংহতি নেতা কাওছার মিয়া, করগাঁও ইউপি যুব সংহতি নেতা সৈয়দ আহমদ, বিকাশ দাশ, পৌর স্বেচ্ছাসেবক পার্টি নেতা কাশেম মিয়া, প্রসাদ রায়, নাঈম, কবির মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন- পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা করেছিলেন। একই সাথে তিনি হিন্দুদের জন্য কল্যাণ ট্রাস্ট, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ছুটি ঘোষণা করেছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পানি ও বিদ্যুৎ বিল মহকুফ করেছিলেন। জেলা পরিষদ ও উপজেলা পরিষদ প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামগঞ্জসহ প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন করেছিলেন। গ্রাম অঞ্চলের অধিকাংশ রাস্তায় তার শাসন আমলে নির্মিত হয়েছিল। তিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। তার শাসনামলের উন্নয়নের কথা জনগন আজও ভুলেনি। পল্লীবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীগঞ্জ উপজেলা, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাশেষে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ ১০ আগস্ট ২০১৯/ আহা/কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন