আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জের একজনসহ চার বাংলাদেশি হাজীর মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৪ ১৭:৩৮:২৩

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র হজ পালন করতে গিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) হবিগঞ্জের একজনসহ চার বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। মক্কা থেকে হজ ম্যানেজমেন্ট সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে।

হবিগঞ্জের মারা যাওয়া হাজীর নাম শেখ তায়েব আলী (৭৯)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বানিয়াচং উত্তর পশ্চিম গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজে গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর বিটি ০৪৭৪০৭৫।

এনিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মারা গেলেন ৬৯ জন বাংলাদেশি। এর মধ্যে ৬১ জন পুরুষ ও ৮ জন নারী। হাজীদের মধ্যে মক্কায় ৬২ জন, মদিনায় ৬ জন ও জেদ্দায় ১ জন মারা গেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার মারা যাওয়া অপর তিন হাজী হচ্ছেন, পঞ্চগড়ের তেতুলিয়া শালবন গ্রামের মো. লুৎফুর রহমান (৬৬), যশোর জেলার শার্শা থানার মোহাম্মদ সফেদ আলী (৮২) ও দিনাজপুর জেলা সদরের মুদিপাড়ার মো. রুস্তুম আলী (৬৮)।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ আগস্ট ২০১৯/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন