আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জের অভি হলেন বুয়েটের প্রভাষক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৬ ২২:৩৪:১১

নবীগঞ্জ প্রতিনিধি :: দেশের সেরা ইঞ্জিয়ারিং ইউনিভার্সিটির (বুয়েট) গনিত বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ পেয়েছেন নবীগঞ্জের কৃতি সন্তান মোর্শেদ আহমেদ অভি।

সোমবার (২৬ আগস্ট) তিনি প্রভাষক পদে যোগদান করেন।

অভি নবীগঞ্জ উপজেলার  দীঘলবাক ইউনিয়নের বাদে রায়ঘর গ্রামের ডাক্তার মো.মাসুক মিয়া ও বাদে রায়ঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মার্জিয়া বেগমের সন্তান।

ইতিপূর্বে অভি এ.ইউ.বি ও বরিশাল বিশ্ব বিদ্যালয়ে একই বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবনে তিনি নবীগঞ্জ জে.কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং নবীগঞ্জ সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। পরে গনিত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন।

তিনি দেশ সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পাওয়ায় নবীগঞ্জবাসীসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সিলেটভিউ২৪ডটকম / ২৬ আগস্ট ২০১৯/ এসএমএ/ এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন