Sylhet View 24 PRINT

চুনারুঘাটে লস্করপুর চা-বাগানে শ্রমিকদের মাদক বিরোধী বিক্ষোভ-মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০১ ২০:৫৩:০৭

চুনারুঘাট প্রতিনিধি :: ''মদ, গাঁজার আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও'' এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট লস্করপুর চা-বাগানের ছাত্র যুবক ও বাগানের শ্রমিকরা মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) দপুরে লস্করপুর চা বাগানে মিছিল বের হয়ে চা বাগানের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লস্করপুর চা-বাগানের ছাত্র ও যুব সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে ছাত্র ও যুব সংগঠনের সভাপতি ভোজন ভৌমিকের সভাপতিত্বে ও বিশাল নায়েকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশাল কর্মকার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সেক্রেটারি স্বপন সাঁওতাল, চেতনা ছাত্র সংগঠনের সভাপতি অনুজ কালিন্দী, ছাত্র ও যুব সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী প্রসাদ চৌহান, বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রজনীকান্ত কালিন্দী, বাসদ মার্কসবাদী হবিগঞ্জ জেলার সংগঠক সফিকুল ইসলাম সফিক, মহিলা মেম্বার উজ্জলা পাইনকা, বিশ্বনাথ কালিন্দী, ছাত্র ও যুব সংগঠনের সাধারন সম্পাদক শ্রী-প্রসাদ চৌহান, সুমন পাইনকা, সমীর পাইনকা, সাংবাদিক নয়ন দেবনাথ, বিশ্বনাথ কালিন্দী, শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন লস্করপুর চা বাগানের ছাত্র, যুবক শ্রমিকসহ বাগানের পঞ্চায়েত কমিটির সকল সদস্যসহ লোকজন। শ্রমিকরা আল্টিমেটাম দেয় দিয়ে বলেন, এক মাসের মধ্যে যদি লস্করপুর চা বাগান থেকে মাদক ব্যবসা বন্ধ না হয় তাহলে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম / ০১ সেপ্টেম্বর ২০১৯/ এমএসজে/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.