আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে ট্রেনের সাথে সিএনজির ধাক্কায় স্কুলছাত্র নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৬ ১৭:২৬:২৬

সিলেটভিউ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রেনের সাথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চরে রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়ার পুত্র সোহাগ মিয়া (৭)। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে ২য় শ্রেণীর ছাত্র।

সূত্র জানা যায়, উপজেলার নছরতপুর থেকে ৩ জন স্কুল ছাত্র নিয়ে সিএনজি (অটোরিকশা) ইসলামী একাডেমিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে  ধাক্কা দেয়। ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়।

এ খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে। গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে এই দুর্ঘটনাটি ঘটতো না।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/০৬ অক্টোবর ২০১৯/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন