আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরের নয়াপাড়া ইউনিয়নের উপ-নির্বাচন সোমবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৩ ১৭:২৭:৫২

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের উপ-নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। কে হচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান? 

আগামীকাল (সোমবার) নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠ রাখতে পুলিশ, আনসারসহ আইন শৃঙ্গলা বাহিনী কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে।

এই ইউনিয়নে মোট মোটার সংখ্যা ২১ হাজার ২ শ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫ শ ৩ জন, মহিলা ভোটার ১০ হাজার ৭ শ ৯১ জন। এবারের নিবার্চনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দি করছেন।

তারা হলেন- মো. আদম খা (মোটর সাইকেল), এসএম জাবেদ (ঘোড়া ), শেখ মোজাহিদ বিন ইসলাম (নৌকা), মো. মহিউজ্জামান (আনারস)।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ১০ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে। সব কটি কেন্দ্র কে ঝুঁকিপূর্ন হিসাবে দেখা হচ্ছে। নির্বাচন কে সুষ্ঠ করতে সব রকম পদক্ষেপ গ্রহন করা হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। কোন ধরনের অনিয়ম করতে দেওয়া হবে না।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে তার জন্য আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমাদের ৬ টি মোবাইল টিম কাজ করবে। সব গুলো কেন্দ্র কে ঝুঁকিপূর্ন হিসাবে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নয়াপাড়া ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মো. আলমগীর মৃত্যুবরণ করায় এ ইউনিয়নটি শুন্য হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৯/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন