আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

হবিগঞ্জে দুই বন্ধুর একসঙ্গে বিষপান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৫ ১৯:২৫:২৯

সিলেটভিউ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটের পল্লীতে একসঙ্গে দুই বন্ধু বিষপান করেছে। তাদের মধ্যে একজন মারা গেছে।

অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ নিহত মোশাহিদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

তবে কী কারণে দুই বন্ধু একসঙ্গে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল তা এখনও জানা যায়নি। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

স্থানীয়রা জানান, উপজেলার আমতলা গ্রামের আবদুল মন্নানের পুত্র মোশাহিদ (২৪) ও একই গ্রামের নিতাই মিয়ার পুত্র জয়নাল (২৫) নামে দুই বন্ধু সোমবার রাত ১২টার দিকে একসঙ্গে বিষপান করে।

বিষয়টি পরিবারের লোকজন টের পেলে তাৎক্ষণিক দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নেয়ার পথেই মোশাহিদ মারা যায়। বর্তমানে জয়নাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার জানান, কীভাবে তারা বিষাক্রান্ত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৫ নভেম্বর ২০১৯/জিএসি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন