Sylhet View 24 PRINT

হবিগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ৪০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ২২:০০:৪৯

সিলেটভিউ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর গোলাম দস্তগীর, এসআই আলাউদ্দিনসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার এই ঘটনায় পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে ইউপি সদস্য তাজুল ও নজরুল গাজীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খরব পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ইটপাটকেল ছুড়ে। এতে পুলিশসহ কমপক্ষে ৪০জন আহত হন। আহতদের হবিগঞ্জ ও মাধবপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় আমাদের পুলিশ সদস্যরাও আহত হয়েছেন। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.