আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থী ৩৯ হাজার ৯৯৪ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ০০:২১:০২

হবিগঞ্জ প্রতিনিধি :: আজ রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এ বছর হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে পরিক্ষায় অংশ নেবে ৩৯ হাজার ৯শ’ ৯৪ জন কোমলমতি শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী কম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- জেলা থেকে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৯শ’ ৯৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষার পরীক্ষার্থী ৩৭ হাজার ৯০ জন ও ইবতেদায়ী পরীক্ষার্থী ২ হাজার ৯শ’ ১ জন। জেলার ১৪২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, গত বছরের তুলনায় পরিক্ষার্থী কমেছে ৭ হাজার ৩৫৯ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৪৭ হাজার ৩শ’ ৫৩ জন। এর মধ্যে পরিক্ষায় অংশগ্রহণ করে ৪৪ হাজার ৫শ’ জন। আর উত্তীর্ণ হয় ৪২ হাজার ৬শ’ ১৬ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন- ‘গত বছরের চেয়ে প্রায় সাড়ে ৭ হাজার পরিক্ষার্থী কমে গেছে। এর কারণ হলো এনজিও পরিচালিত বিভিন্ন বিদ্যালয় ও আনন্দ স্কুলগুলো বন্ধ হওয়া।’

সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/কেএস/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন