আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে পেঁয়াজের অতিরিক্ত দামসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১৭:৫৬:৪২

হবিগঞ্জ প্রতিনিধি :: পেঁয়াজের অতিরিক্ত দাম রাখাসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
 
রোববার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, পেঁয়াজে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে মের্সাস রাহুল অ্যান্ড রনজিৎ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, মিষ্টিতে পোকা ও ঢাকনাবিহীন খাদ্য রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করা লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম / ১৭ নভেম্বর ২০১৯/ কেএস/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন