আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে পিইসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২ হাজার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ২১:০৬:৪৫

প্রতীকী ছবি।

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নয়টি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২ হাজার ৬৩ জন।

রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম দিনের ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, নয়টি উপজেলায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল ৩৯ হাজার ৯শ’ ৯৪ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষার পরীক্ষার্থী ৩৭ হাজার ৯০ জন ও ইবতেদায়ী পরীক্ষার্থী ২ হাজার ৯শ’ ১ জন। জেলার ১৪২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। কিন্তু পরীক্ষার প্রথমদিন ইংরেজী পরিক্ষায় ২ হাজার ৬৩ জন। এছাড়া, ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার্থী ২ হাজার ৯১ জনের মধ্যে ৪৬৪ জন অনুপস্থিত ছিল।

তিনি বলেন- ‘যে পরিমাণ পরিক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত ছিল সেটি সত্যিকার অর্থে  উদ্বেগজনক। আমরা পরীক্ষা শতভাগ উপস্থিতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। কিন্তু এরপরও মা-বাবার অসচেতনতার কারণে এত বিশাল সংখ্যক শিক্ষার্থী পরিক্ষায় অনুপস্থিত ছিল।’

সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/কেএস/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন