আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

মাধবপুরে সড়কে চাঁদাবাজি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ১৫:৪৮:২৯

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে শাহপুর বাজার পর্যন্ত রাস্তায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা।

বুধবার সকালে রতনপুর বাজারে টমটম কল্যান সমিতি’র উদ্যাগে শত শত টমটম শ্রমিক মানববন্ধন করে।

প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নাছিম উদ্দিন চৌধুরী, মনা মিয়া, বিল্লাল মিয়া, আব্দুর রহিম, আলী আহাম্মদ, আল আমিন, ফয়সল প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, টমটম নিয়ে নয়াপাড়া গেলে নোয়াপাড়া এলাকার নুরু নামে একজন ও সহযোগী রিপন টমটম চালকদের কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে গালিগালাজ করে। নুরু ও রিপনের যন্ত্রনায় টমটম চালকরা অতিষ্ঠ হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর জানান, পরিবহন শ্রমিকরা একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচেছ।


সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন