আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাটে ৫ লাখ টাকার চোরাই সেগুণ কাঠ জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ০৯:২৭:১৫

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চোরাই সেগুণ কাঠ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গণেশপুর বাজার থেকে কাঠগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গণেশপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৫০টি মূল্যবান সেগুণ গাছের টুকরা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা।

তিনি বলেন- ‘ধারণা করা হচ্ছে কাঠগুলো কোন বাগান থেকে চুরি করে এখানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়নি।’

এদিকে, উপজেলার দেওরগাছ আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে লাইন্সেবিহীন ২টি করাতকল সীলাগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই দুটি করাতকলের মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৬ ডিসেম্বর ২০১৯/কাজল/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন