আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাটে ১৭তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ২০:১৯:০৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাটেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৭তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০১৯’উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসন ও চুনারুঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় দিবসটি পালন করা হয়। উপজেলা পরিষদ থেকে এক মানববান্ধন র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্করসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি শাহজাহান জলি, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, মৎস্য কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা ইমরানুল হক, সাংবাদিক সমিতির সভাপতি ওয়াহেদ আলী, সহ-সভাপতি মোতাব্বির হোসেন কাজল,  সহ-সভাপতি শামীমারা বেগম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আহাম্মদ আলী মাস্টার, সদস্য আব্দুল আলী (বীরমুক্তিযুদ্ধা), সদস্য সিবাবীর আহম্মদ উসমান (মানিক), সদস্য আব্দুল মালেক তালুকদার, সদস্য মিনতী মোদক, মীর জুবায়ের আলম, ফয়সল আহমেদ।

সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/জিলানী/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন