আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাটের আমুরোড বাজার কমিটি'র নির্বাচন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ২০:১৫:৪৪

চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবচেয়ে বড় বাজার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার পরিচালনা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়।
 
এতে পরিচালনা কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করেন ১২ জন প্রার্থী। এর মধ্যে ১৮১ ভোটে মোশতাক উদ্দিন আখঞ্জী (মুছা) সহ-সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এম এ বাতেন ২২৩ ভোটে, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আহমেদ ১৭৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ফয়সল আহমেদ ২৬৬ ভোটে নির্বাচিত হন।

বাজারটিতে ঘর মালিক ও ব্যবসায়ীসহ ৪১৩ জন ভোটারের মধ্যে ৩৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কাচুয়া স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, কালিশিরি স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতিউর রহমান, গাদিশাল স. প্রা. বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়া ও গেড়ারুক স. প্রা. বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব আলী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

নির্বাচন পর্যবেক্ষণ করেন আহম্মাদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, সাবেক চেয়ারম্যান আ. লতিব, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, প্রাক্তন মেম্বার হাছান আলী, যুব নেতা জাকির হোসেন পলাশ, উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সা. সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক এম এস জিলানী আখঞ্জী, সাংবাদিক আজিজুল হক নাসির, আ. হাই প্রিন্স প্রমুখ।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

উল্লেখ্য, উক্ত বাজার পরিচালনা কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করবেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/এমএসজে/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন