আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নবীগঞ্জে স্কুলের মাঠ মেরামতে ব্যারিষ্টার সুমনের ১ লাখ টাকা অনুদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ২০:২৭:৪২

নবীগঞ্জ সংবাদদাতা :: এই সময়ের আলোচিত ব্যাক্তিদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনও তাদের একজন। এলাকার মানুষের কাছ মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। খেলতে এসে নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট জে কে (যুগল কিশোর) মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ মেরামতের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ উপজেলা ও তার নামে চুনারুঘাট ফুলবল টীমের হয়ে খেলতে এসে অনুদানের ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খেলা দেখতে আসা নানা শ্রেণীপেশার লোকজন। খেলা শেষে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন তরুণদের উদ্দেশ্য করে বলেন, হৃদয় দিয়ে কাজ করলে সফলতা নিশ্চিত হয়। পড়ালেখা বলেন আর খেলাধুলা বলেন যে কাজই আমরা হৃদয় দিয়ে করব তাতেই সফলতা পাব। আমাদের লক্ষ থাকতে হবে সেই কাজের প্রতি। নিজ উপজেলা চুনারুঘাটের প্রতি ভালবাসা দেখিয়ে একটি উদাহরণ দিয়ে সুমন আরো বলেন, সন্ধার পরে চা শ্রমিকরা পাগলা পানি (মদ) খেয়ে যেমন ‘আওলা যাওলা’ (মাতাল) হয়ে ঘুরে বেড়ায়, ঠিক তেমনই আমার উপজেলার পক্ষে যখন আমি খেলি ,আমার মাথাটা ‘আওলা যাওলা’ হয়ে যায়। পাগলা পানির মত হয়ে যায়।  তিনি বলেন, আমার বয়স হচ্ছে ,আমি এখন মনের জোরে খেলি।  

সিলেটভিঊ২৪ডটকম/১৩ ডসিম্বের ২০১৯/আলাল/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন