আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শায়েস্তাগঞ্জে সিএনজি অটোরিকশা ও পুলিশ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১৮:৩৭:৪২

হবিগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশাতে থাকা শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে শায়েস্তাগঞ্জস্থ ঢাকা-সিলেট মহাসড়কের দরগাহ গেইট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, দরগা গেইট এলাকা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা ওলিপুর পৌঁছলে টহলরত শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সিএনজিকে তাড়া করে।  এ সময় পুলিশের ভ্যানের ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে থাকা এক শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হন। পরে পুলিশ সদস্যরাই আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করেন। 

আহতরা হলেন- মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আক্তার মিয়া (৫৫), তার ছেলে মোশাররফ (৩৫), নাতি সাকিবুর মিয়া (৮)। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, সিএনজি মহাসড়কে চলাচল করা নিষেধ। আমাদের গাড়িটি টহল অবস্থায় ছিল।  দ্রুতবেগে আসা সিএনজি আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে (টিএসআই) রফিক নামে এক পুলিশ কর্মকর্তা আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/কেএস/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন