আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুর উপজেলা চেয়ারম্যানকে পতাকা উত্তোলন না করতে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১৮:০৭:১৮

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান জাতীয় পতাকা উত্তোলন করতে না পারেন এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকতার নিকট লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। রোববার সকালে মুক্তিযোদ্ধারা এ অভিযোগ করেন।

অভিযোগে মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন , মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের আপন ভাই যুদ্ধাপরাধী সৈয়দ মো. কায়সার। সৈয়দ মো. শাহজাহান  ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কোন কার্যকলাপে বা জাতীয় পতাকা উত্তোলন করলে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জত হানীর সাথে বেইমানি করা হবে। তাই বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহজাহান জাতীয় পতাকা উত্তোলন না করতে পারেন এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নিবার্হী কর্মকতার নিকট অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/শামিম/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন