আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে প্রাইভেট কারে ফেনসিডিল পাচার, আটক ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১১ ১৬:৪৮:০৯

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ফেনসিডিল প্রাইভেট কারে বহন করে পাচারের সময় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ৯ টায় মাধবপুরের তেলিয়াপাড়া থেকে তাকে আটক করে।

জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ৯ টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন চার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াহাটি-ধর্মঘর রোডের শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর ব্রিজের নিকট থেকে মো. রাজ স্বরাজ (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৪-২২৪৮) তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

ধৃত রাজ স্বরাজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কৈরাই আদমপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা এর সত্যতা নিশ্চিত করেছেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত ) গোলাম দস্তগীর জানান, আটককৃত ব্যক্তিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
                                                          

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন