আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাট ডিসিপি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ১০:২২:৫৮

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ চুনারুঘাটের ডিসিপি হাইস্কুলে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় অ্যাথলেটিকস ও গ্রামীন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে স্কুল মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ডিসিপি হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার দেবের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাইফুর রহমানের পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ, চুনারুঘাট উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, ম্যানেজিং কমিটি সদস্য আনোয়ার আলী, হোসাইন আলী রাজন, শফিউল আলম শাফি, ধামালি চুনারুঘাট সভাপতি এড. মোস্তাক বাহার, ডিসিপি হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, উপজেলা তাতীলীগের সভাপতি মো. কবির মিয়া খন্দকার সহ আরো অনেকেই।

সিলেটভিউ২৪ডটকম/২৮ জানুয়ারি ২০২০/জেএ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন