আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মাধবপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৫ ২২:১৭:৪২

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর এলাকায় একটি খালের উপর থেকে অর্ধশতধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে এ স্থাপনাগুলো উচ্ছেদ করেন।

এলাকাবাসী জানান, খালটি অবৈধ দখলদারের কবলে থাকায় বৃষ্টি হলে বাজারের পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হত। এতে একটি স্কুল ও মসজিদের সামনে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদ খালটি খননের সিন্ধান্ত নেয়।

সহকারী কমশিনার (ভূমি) আয়েশা আক্তার জানান, দ্বীর্ঘ দিন ধরে খালটি খনন না হওয়ায় একশ্রেনীর লোক খালটি দখল করে স্থাপনা তৈরি করে নেয়। আজ এ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ ফেব্রুয়ারি ২০২০/শামিম/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন