আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে রেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ ট্রাক চালক গুরুতর আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৬ ১৮:১৩:৫৮

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেল ষ্টেশনে ঢাকা-সিলেট রেল লাইনে অরক্ষিত রেল ক্রসিংয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে একটি ট্রেনের যাত্রীরা রক্ষা পেল।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খোলা পেয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক ট্রেনকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক সেলিম মিয়া (৪০) গুরুতর আহত হয়েছে। ট্রাকটির অগ্রভাগ ধুমড়ে মুছড়ে গেছে।

আহত ট্রাক চালককে স্থানীয় জনতা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে ট্রেনের যাত্রী সাধারণের কোন ক্ষয় ক্ষতি হয়নি।

ট্রেনের ধাক্কায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উপর ছিটকে পড়ে রাস্তা বেরিকেটের সৃষ্টি হয়। এতে প্রায় ২ ঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

গেইটমেনের দায়িত্ব পালনে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

গেইটমেন নুর ইসলাম জানান, রেল লাইনের পশ্চিম অংশে উন্মুক্ত ছিল। ট্রেন আসার হুইসেল পেয়ে চুনারুঘাটগামী ক্ষতিগ্রস্থ ট্রাকটিকে সিলেট-ট-০২-০১১৩ থামানোর সংকেত দিয়েছিলেন তিনি। কিন্তু চালক সংকেত অমান্য করে রেল ক্রসিং পাড় হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা ট্রেনের সংগে ট্রাকটির ধাক্কা লেগে পুরাতন মহাসড়কের ওপর ছিটকে পড়ে। তবে ট্রেনটি স্বাভাবিক ভাবেই চলে যেতে সক্ষম হয়।

এতে যাত্রীরাও অক্ষত রয়েছে বলে রেল সূত্র জানিয়েছে।

মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেখার এন দুর্ঘটনায় কবলিত ট্রাকটিকে উদ্ধার করে। মহাসড়কে যানচলাচল উপযোগী করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি (এসআই) শফিকুল ইসলাম খান জানান, দুর্ঘটনা ঘটলেও ট্রেন যাত্রীদের ক্ষয় ক্ষতি হয়নি।


সিলেটভিউ২৪ডটকম/২৬ ফেব্রুয়ারি ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন