আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে ৬ জুয়াড়ী আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২০ ১৬:৪৫:১৯

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারানের নিকট সোর্পদ করলে তিনি ৫ জুয়াড়ীকে ১৫ দিনের ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শাহজাহানপুর ইউনিয়ন পরমান্দপুর থেকে আটক করা হয়।

আটককৃতরা- সুমন মিয়া (২৬) মো. মারুফ (২৩) আবুল কাসেম (২৮) জহির হোসেন (২৩) ওয়াসিম (২৪) আবু সাঈদ (৫০)।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা।

এসময় তাদের কাছ থেকে জুয়াড় সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

পরে ২০ মার্চ শুক্রবার দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারানের কার্য্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জুয়ারিকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত ৬ জনকে ভ্রাম্যমান আদালতে সাঁজা দেওয়ার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন