আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা, কঠোর হুশিয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২১ ২১:২৩:৪৬

নবীগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জে করোনা ভাইরাস আতংকের পরিস্থিতিতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করেছেন। এরকম তথ্যের ভিত্তিতে বাজার মনিটরিং করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন প্রতিদিনই বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আাদালত পরিচালনা করছেন।

শনিবার (২১ মার্চ) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে একটি টিম উপজেলার গোপলারবাজার, দেবপাড়াবাজার, পানিউমদা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময়  মূল্য তালিকা সংরক্ষণ না করার জন্য ব্যবসায়ীদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এজন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।

এছাড়া নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিনের নেতৃত্বে অপর একটি বাজার মনিটরিং টিম উপজেলায় অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ফার্মেরবাজার, কাজীরবাজার অভিযান চালায়। এসময় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অধিক মুল্যে পণ্য বিক্রি করা অপরাধে ব্যবসায়ীদের নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২১ মার্চ ২০২০/হিমেল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন