Sylhet View 24 PRINT

করোনা সচেতনতায় গ্রামে গ্রামে ঘুরছেন হবিগঞ্জের এক সাংসদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৭:৪৪:২৮

হবিগঞ্জ প্রতিনিধি :: প্রাণঘাতি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দিচ্ছেন মাস্ক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার পইল, লস্করপুর ও গোপায়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে মানুষদের সতর্ক করেন তিনি।

এ সময় সংসদ সদস্য হ্যান্ড মাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে এবং গাড়িতে বসে পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন। পাশাপাশি অস্বচ্ছল মানুষদের হাতে তুলে দেন একটি করে মাস্ক।

এ ব্যাপারে এমপি আবু জাহির বলেন, ‘বিশ্বব্যাপি মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই।’

সরকার সাধারণ জনগণকে সবধরণের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/কাজল/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.