আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে দোকান খোলা রাখায় ৫ দোকানে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৮ ২২:০৪:৫৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার মাধবপুর  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর বাজার ও ছাতিয়ান বাজারে ৫ দোকানে অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য  করে দোকান খোলা রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঔষধের দোকান, কাঁচাপণ্য ও নিত্য পণ্যের দোকান ব্যতিত মাধবপুরের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রেস্তোরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও অনেক প্রতিষ্ঠান তাদের দোকান খুলেছেন। এই অভিযোগে মাধবপুর পৌর শহরসহ ছাতিয়ান বাজারে ৫ দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছেন।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।



সিলেটভিউ২৪ডটকম/ ২৮ মার্চ ২০২০/ সানাউল/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন