আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

মাধবপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নেন সেনাবাহিনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৭:১৮:১৯

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং হাঁটবাজারে করোনা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা করে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার নেতৃত্বে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন শরীফুল ইসলামসহ প্লাটুন সেনা সদস্যরা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন।

ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং তুলশীপুর বাজার, হরষপুর স্টেশন বাজারে সচেতনতামূলক প্রচারণা করেন।

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার পাশাপশি তাদের প্রত্যেককে ঘরের ভিতর থাকার জন্য পরামর্শ দেওয়া দেন।


সিলেটভিউ২৪ডটকম/০১ মার্চ ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন