আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জের ২১ জন শঙ্কামুক্ত, নতুন ৫৬ জনের নমুনা ঢাকায় প্রেরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১৬:৩৫:৪৯

হবিগঞ্জ প্রতিনিধি :: করোনাভাইরাস সন্দেহে হবিগঞ্জ থেকে যে ২১ জনের নমুনা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছিল এর সবগুলোই নেগেটিভ এসেছে।

পাশাপাশি নতুন করে আরও ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূর্বে প্রেরিত হবিগঞ্জের ২১ জনের শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহে নতুন করে হবিগঞ্জ থেকে আরও ৫৬ জনের নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে। সেই সাথে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, বর্তমানে হবিগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১১৪ জন। এছাড়া ৯৯০ জন ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন।


সিলেটভিউ২৪ডটকম/০৬ এপ্রিল ২০২০/কেএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন