আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মাধবপুরে বন্য শুয়োরের আক্রমণে আহত ১০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১৭:১৯:১২

ফাইল ছবি

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে বন্য শুয়োরের আক্রমণে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বাখর নগর গ্রামে এঘটনা ঘটে।

শুয়োরের আক্রমনের শিকার জুয়েল মিয়া জানান, সোমবার দুপুর ২টার দিকে একটি শুয়োর গ্রামে ছুটাছুটি করতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমন করতে থাকে। আচমকা শুয়োরের আক্রমনে  গ্রামের পথচারি মানিক মিয়া, করির মিয়া, সোহেল মিয়া, মনছুর মিয়া, মজিদ মিয়া, হাসান মিয়াসহ ১০ জন আহত হন।

আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে  গ্রামবাসী শুয়োরটি আক্রমন থেকে বাঁচতে লাঠি দিয়ে পিঠিয়ে মেরে ফেলেছে।

বাখর নগর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী রাকিব জানান, রাতের কোন এক সময় শুয়োরটি খাদ্যের সন্ধানে অথবা পথ হারিয়ে পাশ্ববর্তী রঘুনন্দন পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। দিনের বেলায় ছুটাছুটি করতে গিয়ে মানুষকে সামনে পেলেই আক্রমন করে। গ্রামবাসীরা আক্রমন থেকে বাঁচতে দলবদ্ধ হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে শুয়োরটিকে ঘিরে ফেলে লাঠি পেঠা করে হত্যা করে। করোনা আতংকের মধ্যে ও মৃত শুয়োরটি দেখতে উৎসুক  জনতা ভীড় জমায়। কয়েক ঘন্টায় বন্য শুয়োরটি গ্রামবাসীর মাঝে আতংক হয়ে দাঁড়ায়, শুয়োর টি মেরেফেলার খবরে গ্রাম বাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।


সিলেটভিউ২৪ডটকম/০৬ এপ্রিল ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন