আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে করোনা সন্দেহে ১২ ব্যক্তির নমুনা সংগ্রহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৬:২৩:৫২

নবীগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত ৫ই এপ্রিল রবিবার থেকে ৯ই এপ্রিল বিকাল পর্যন্ত গত ৪দিনে উপজেলার ১২ জন সন্দেহভাজনপ্রতদিনিই সন্দহেভাজন ব্যক্তিদরে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়ছে। তারা নবীগঞ্জ পৌরসভা সহ বিভ্ন্নি ইউনয়িনরে বাসন্দিা। পরীক্ষার রির্পোট না আসা পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত সন্দেহ করা এমন একজন প্রায় ১ মাস আগে ইল্যাংন্ড থেকে বাড়ি ফেরেন তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া অন্য ১১জনরে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এছাড়া প্রতিদিন সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তবে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কছিুই বলা যাবে না।


সিলেটভিউ২৪ডটকম/০৯ এপ্রিল ২০২০/এসবিডি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন