Sylhet View 24 PRINT

মাধবপুরে ঢাকা ফেরত সেলুন কর্মচারী করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৮ ১৩:১২:৪০

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের গঙ্গা নগর গ্রামের ঢাকা ফেরত এক সেলুন কর্মচারীর করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। রবিবার রাতে ঢাকা পরিক্ষা কেন্দ্র (লিনিং) থেকে তার পজেটিভ রিপোর্ট আসে।

মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইশতাক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্ট আসার পরই করোনা আক্রান্ত রোগীকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেলের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণের ঝুকি এড়াতে তার সংস্পর্শে আসা পরিবার ও আশ পাশের লোকজনকে হোম কোয়ারেন্টিন মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, রিপোর্ট পাওয়ার পরপরই তার সংস্পর্শে আসা বাড়ি ঘরের লোকজনকে কোরেন্টিন মেনে চলতে নির্দেশ না দেয়া হয়। গত বুধবার তিনি করোনার উপসর্গ নিয়ে ঢাকার গোপীবাগ থেকে বাড়িতে আসেন। গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার তার পজেটিভ রিপোর্ট আসে।

এনিয়ে মাধবপুর উপজেলায় তিন সরকারী কর্মকর্তাসহ ছয় জন আক্রান্ত হলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০২০/এসসি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.