Sylhet View 24 PRINT

সিলেটভিউতে সংবাদ প্রকাশের পর বানিয়াচংয়ে ত্রাণ পেলেন সেই ৫ বৃদ্ধা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৮ ১৬:২৩:৪৩

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে অবশেষে ঈদ সামগ্রী পেলেন উপজেলা চত্বরে বসে থাকা ত্রাণ বঞ্চিত সেই ৫ নারী।

তাদের সহায়তায় এগিয়ে এলেন যুক্তরাজ্য প্রবাসী বানিয়াচংয়ের সাগরদিঘির পশ্চিম পাড়ের খান বাড়ির বাসিন্দা ইশতিয়াক হোসাইন খান তাসিন।

সোমবার (১৮ মে) দুপুর সিলেটভিউ২৪ডটকমে ‘বানিয়াচংয়ে ত্রাণ সহায়তার আশায় গাছের নিচে বসে আছেন ৫ বৃদ্ধা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে স্থানীয় বড়বাজারে ডেকে পাঠিয়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার দেন খান বাড়ির বাসিন্দা সাজ্জাদ হোসেন খান টিপুর পুত্র তাসিন।

ঈদ উপহার পেয়ে আবেগজড়িত কণ্ঠে তকবাজখানীর ফুলজাহান বেগম বলেন, ‘করোনা আসার পর থাইক্যা আজকে ওই পয়লা বার সায্য (সাহায্য) পাইলাম। যে আমরারে ইতা (ত্রাণ) দিছইন তার লাগি আমরা দোয়া করমু।’   

তাসিন খানের পক্ষে ওই অসহায় নারীদের ঈদ উপহার বিতরণ করেন দৈনিক প্রভাকর পত্রিকার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম অপু।

এসময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী তৌহিদুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা এস আর তাকসিন, সায়েম চৌধুরী ও প্রভাষক জসিম উদ্দিন। 


সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০২০/জেইউ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.