আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৯ ১১:৫৩:১৭

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে গরীরদের মাঝে ১০ টাকা কেজি মূল্যের ৪৫০ কেজি চাউল জব্দ করা হয়েছে। সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে মনোরঞ্জন (৩৬) নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনূভা নাশতারান।

সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগদীশপুর তেমুনিয়ায় এলাকায় অভিযান চালিয়ে বস্তাগুলো উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুরাতন তেমুনিয়ায় মনোরঞ্জন সরকারের পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠান বিজয় সেন্টারের গোডাউন ভিতর থেকে সরকারি সীলমোহরকৃত বস্তা উদ্ধার করে।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানাযায়, জগদীশপুর ইউনিয়নে ১২শ’র অধিক লোকের মাঝে ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রির জন্য এনাম খান ও নাছির খান নামে দুজন ডিলার রয়েছে। তারা খাদ্য গুদাম থেকে চাউল উত্তোলন করে গত রবিবার থেকে বিক্রি করছে।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমদ জানান, ভাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামী আমাদের থানায় রয়েছে মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০২০/এসসি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন