আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নবীগঞ্জে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা গার্মেন্টস কর্মী করোনা আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৫ ২২:২৮:৪৫

সলিল বরণ দাশ, নবীগঞ্জ থেকে :: ঈদ উপলক্ষে বাড়ি এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ  উপজেলার দীঘলবাঁক ইউনিয়নে রাধাপুর গ্রামে ।

পুরো উপজেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। সোমবার (২৫ মে) রাত নয়টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, ওই মহিলা স্বপরিবারে ঢাকায় বসবাস করতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ি আসেন তারা। আক্রান্তদের হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা জানান, আজ সোমবার রাত ৯টায়  ১ জন স্বাস্থ্য কর্মীর নমুনার ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

তিনি আরও জানান, নবীগঞ্জে আজ ২২ জনের  রির্পোট এসেছে  এর মধ্যে ২১জনের রিপোর্ট  নেগেটিভ ও ১ জনের পজেটিভ রির্পোট তারা হাতে পেয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০২০/সলিল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন