আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১১:২৬:৪৭

মাধবপুর প্রতিনিধি :: প্রাণঘাতী করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি মসজিদে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা বাস্তবায়ন শুরু হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাধবপুর পৌরসভার ৩২টি মসজিদের ইমামদের হাতে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মাধবপুর শাখার ফিল্ড সুপার ভাইজার শাহ আলম সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান, উপজেলার ৪২৬টি মসজিদের ইমাম সাহেবগন প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক পাবেন। সোমবার পৌরসভার চেক বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো চেক বিতরণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/২ জুন ২০২০/এসসি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন