আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বানিয়াচংয়ে এবার পূবালী ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০১ ২৩:০৮:৫৮

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে এবার করোনা আক্রান্ত হয়েছেন পূবালী ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি ব্যাংকটির বানিয়াচং গুনিনগঞ্জ বাজার শাখায় কর্মরত, তার বয়স ৩৫ বছর।

বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান।

তিনি জানান, গত ২৫ জুন  তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানীতে ল্যাবে পাঠানো হয়।  আজ তার  করোনা রিপোর্টের ফলাফল 'পজিটিভ' আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সিলেটভিউকে জানান, করোনা আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার সার্বক্ষনিক খোঁজখবর রাখা হচ্ছে। তিনি হবিগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনা আক্রান্ত ওই কর্মকর্তা জানান, তার শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তিনি সুস্থ আছেন।  তাছাড়া উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজখবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, বানিয়াচংয়ে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে মোট ৫৮৯ জনের। মোট আক্রান্ত ২২ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২ জন। হাসপাতাল আইসোলেশনে ১ জন এবং বাকী  ৮ জন হোম আইসোলেশনে রয়েছেন ।  

সিলেটভিউ২৪ডটকম/১ জুলাই ২০২০/জসিম/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন