আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত ৭৬ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ১৯:২৮:৪৮

নবীগঞ্জ সংবাদদাতা :: নবীগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। তবুও জীবন ও জীবিকার তাগিদে থেমে নেই মানুষের চলাফেরা। এভাবে চলতে থাকলে করোনার সংক্রমন দ্রুত আকারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

দেশের সাথে তাল মিলিয়ে প্রতিদিনের তালিকায় নবীগঞ্জে আসছে করোনার পজিটিভ রিপোর্ট। এতে করে আতংক দেখা দিয়েছে নবীগঞ্জ উপজেলায়। শনিবার  করোনার রিপোর্টে আরও ৫ টি পজিটিভ রিপোর্ট যুক্ত হয়।
এপর্যন্ত নবীগঞ্জ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় মোট ৮৮৬ জনের। তাদের মধ্যে শনিবার নতুন করে আরও ৫ জনের করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে।
এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এছাড়াও মোট ৬৬৮ জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা যায়। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। 
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/ইউপি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন