আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বানিয়াচংয়ে আরও ৬ জনের শরীরে করোনার থাবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ২১:১০:০৮

বানিয়াচং প্রতিনিধি ::  হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন করে এক নারীসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 


শনিবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান।
 তিনি জানান, গত ২৯ জুন বানিয়াচং থেকে ২৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার আসা ফলাফলে ছয় জনের শরীরে করোনা ভাইরাস ধরা পরে। এদের মধ্যে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ বাজার শাখার ২ কর্মকর্তা, ইনাতখানী মহল্লায় ১ জন নারী, পল্লীবিদ্যুতের ১ কর্মকর্তা, দত্তপাড়ায় ১ জন এবং মজলিশপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, আজ বানিয়াচংয়ে আক্রান্ত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং আক্রান্তদের খোঁজখবর নেয়া হচ্ছে।


উল্লেখ্য, এই পর্যন্ত বানিয়াচংয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। হোম আইসোলেশনে আছেন ১৫ জন এবং হাসপাতাল আইসোলশনে রয়েছেন ১ জন।  



সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/জেইউ/এসএইচ     

শেয়ার করুন

আপনার মতামত দিন