আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে অবৈধ বালু পরিবহণে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৫ ০০:১৩:৪৮

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ট্রাক্টর দিয়ে বালু পরিবহণ করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে দিকে উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সরকারি বালু অবৈধভাবে পরিবহণের দায়ে মো. ফারুক মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. ফারুক মিয়া জগদীশ পুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল মিয়া ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, মাধবপুরে বালু মহলের কোন ইজারাদার নাই, বালুর গাড়িসহ আটক করা হলে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই, তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না

সিলেটভিউ২৪ডটকম/৫ জুলাই ২০২০/এসসি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন