আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

করোনাভাইরাস: সবুজ থেকে হলুদ জোনে বানিয়াচং

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৫ ১৭:০৩:০৯

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সবুজ জোন থেকে এক লাফে হলুদ জোনে পৌঁছে গেল বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং।

রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান।

তিনি জানান, গত ১ জুলাই বানিয়াচং থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ (রবিবার) আসা ফলাফলে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পরে। এদের মধ্যে পল্লীবিদ্যুতের ৪ জন কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার ১ নং ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়ার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, এই পর্যন্ত বানিয়াচংয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। হোম আইসোলেশনে আছেন ১৯ জন এবং হাসপাতাল আইসোলশনে রয়েছেন ১ জন।


সিলেটভিউ২৪ডটকম/০৫ জুলাই ২০২০/জেইউ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন