আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আজমিরীগঞ্জের ইউএনও হলেন মতিউর রহমান খান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১১:৪১:২৩

জসিম উদ্দিন, বানিয়াচং :: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেলেন ৩৩ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ মতিউর রহমান খান।

সম্প্রতি সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদায়ন করা হয়।

সিলেটের সন্তান মতিউর রহমান খান এর আগে বানিয়াচংয়ের সহকারি ভূমি কমিশনার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়ীত্ব পালন করেন তিনি।
২০১৪ সালে তিনি প্রথমবারের মতো ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাস করার গৌরব অর্জন করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৪-০৫ সেশনের ছাত্র ছিলেন মতিউর। ওই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিভাগের ছাত্র ছিলেন তিনি।

সৎ কর্মকর্তা মতিউর আজমিরীগঞ্জের ইউএনও হিসেবে পেশাগত দায়ীত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ভাতিজা।   

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০২০/জেইউ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন