আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৯

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ২২:৪৪:৩২

হবিগঞ্জ (নবীগঞ্জ) সংবাদদাতা :: নবীগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে করে উপজেলাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।  



বুধবার উপজেলায় করোনার রিপোর্টে একদিনে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১ জন এপিএস (এমপি), ১ জন ইউপি সচিব, ১ জন পৌরসভার কর্মচারী, এনাতাবাদ গ্রামের ১জন। 


উপজেলা থেকে গত  ৫ ও ৬ জুলাই নমুনা সংগ্রহ করে ঢাকায় পাটানো হলে তাদের মধ্যে নতুন করে বুধবার ৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৮৯ জনে। আর চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছেন উপজেলার ৪০ জন।


বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  আব্দুস সামাদ। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহার করাসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহবান করেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০২০/ইউকেপি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন