আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

চুনারুঘাটে দু’পক্ষের বিরোধে ৮ মাস ধরে বন্ধ মসজিদ, অবশেষে খলে দিল প্রশাসন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৪ ০০:৫৫:৪১

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: হবিগঞ্জের চুনারুঘাটে নিজেদের মধ্যে বিরোধের জেরে দীর্ঘ ৮ মাস বন্ধ ছিল মসজিদের দরজা। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে খোলে দেয়া হয়েছে মসজিদটি। আল্লাহর ঘর মসজিদ খুলে দেয়ায় খুশি এলাকাবাসী।

বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশের নির্দেশে তালা বন্ধ মসজিদটি এলাকাবাসীর উপস্থিতিতে খুলে দেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

জানা যায়- উপজেলার মাগুরউড়া এলাকার কিছু জায়গা আব্দুল মান্নান, আব্দুল মতিন গংদের নামে রেকর্ড হয়। ওই জমিতে দক্ষিণ জোয়ার মাগুরউন্ডা জামে মসজিদ রয়েছে। জায়গাটি নিয়ে প্রায় ৭/৮ মাস যাবৎ ওই এলাকার মৃত আব্দুল ছত্তারের ছেলে মো. আব্দুল গনি গংদের মধ্যে বিরোধ চলছিল। দুই পক্ষের বিরোধের কারণে ওই মসজিদে নামাজ পড়া বন্ধ ছিল।

বিষয়টি নজরে আসে চুনারুঘাট উপজেলা প্রশাসনের। এরপরও মসজিদটি নামাজের জন্য খোলে দেয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ। বৃহস্পতিবার মসজিদটি খোলে মোতায়াল্লী আনোয়ার জাহেদের কাছে চাবি বুঝিয়ে দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুলাই ২০২০/কেএস/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন