আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে আবাসিক হোটেলে বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৪ ১৫:৪৩:২৬

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডে অবস্থিত আবাসিক হোটেল ‘সিহাব রেস্ট হাউজে’ আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিষক্রিয়া মৃত্যু হয়েছে।

গুরুত্বর অসুস্থ্য অবস্থায় শুক্রবার সকালে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি ভদ্র তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর মিয়া শহরের সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তানিয়া আক্তার (২৫) নামে এক নারীকে নিয়ে তিনি হোটেলে রাত্রিযাপনের জন্য যান। এর আগেও তিনি ওই নারীকে নিজের স্ত্রী দাবি করে একাধিকবার রাত্রি যাপন করেছেন। বৃহস্পতিবার রাতেও তারা ওই রেস্ট হাউজে আসে। শুক্রবার সকালে হঠাৎ করেই ওই নারী হোটেল ম্যানেজার দাউত মিয়াকে জানায় আলমগীর মিয়া গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে। পরে ম্যানেজার দাউত মিয়া হোটেল মালিককে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে আলমগীর মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, নিহত আলমগীর মিয়ার পরিবারের দাবি- মাস খানেক আগে তিনি বিবাহ করেন। কিন্তু বিভিন্ন কারণে প্রায় সময় তিনি বাসার বাহিরে থাকেন।

তবে আলমগীরের সাথে রাত্রী যাপন করা তানিয়া আক্তার দাবি করেন, পরিবারের অঘোচরে ৬ মাস আগে আলমগীর তাকে বিয়ে করেন। তার কাছে বিয়ের যাবতীয় কাগজপত্র রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময়ই তারা দুইজনে হোটেল সিহাব রেস্ট হাউজে রাত্রীযাপন করতেন। বৃহস্পতিবার রাতে হোটেলের রুমে আলমীর অতিরিক্ত পরিমাণে ভিয়ার পান করেন। এতে তিনি গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন।

এ ব্যাপারে সিহাব রেস্ট হাউজে গিয়ে হোটেল ম্যানেজার দাউত মিয়াকে পাওয়া যায়নি।

তবে মোবাইল ফোনের মাধ্যমে তিনি জানান, আলমগীর মিয়া ও তানিয়া আক্তার প্রায় সময়ই এই হোটেলে রাত্রীযাপন করতেন।

এ ব্যাপারে হোটেল মালিক সজলু মিয়া বলেন, নিহত আলমগীর আমার কাছের বন্ধু। তাই তাকে কাগজপত্র ছাড়াই থাকতে দিয়েছিলাম।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল তৈরী করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাথে থাকা তানিয়া আক্তারকে আটক করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটক/২৪ জুলাই ২০২০/কেএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন