আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বানিয়াচংয়ে ‘আমার ঘরে আমার স্কুল’র উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৯ ২৩:৪০:২৫

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘আমার ঘরে আমার স্কুল’ নামে একটি অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনলাইন স্কুলের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনলাইন স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা এবং উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মাদ্রাসাকে নিয়ে এই অনলাইন স্কুল পরিচালিত হবে। বিভিন্ন বিষয়ে অসংখ্য শিক্ষক পাঠদান করবেন। একটি ফেসবুক পেজে প্রতিদিন ক্লাস আপলোড করা হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা বলেন, এখন পর্যন্ত ২৫ টি স্কুল এবং ৩ টি মাদ্রাসাকে আমরা অনলাইনে পাঠদান কার্যক্রমের আওতায় নিয়ে এসেছি। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাসের আওতায় নিয়ে আসবো। বর্তমানে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান কাওছার শোকরানা।


সিলেটভিউ২৪ডটকম / ২৯ জুলাই, ২০২০ / জসিম / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন