আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে নানা বাড়ি যাওয়া হলো না দুই শিশুর, হাওরে ডুবে গেল প্রাণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০১ ১৮:৪৬:০৪

হবিগঞ্জ প্রতিনিধি :: নতুন জামা পড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে নানা বাড়ি যাচ্ছিল পপি (১২) ও মণি (১০)। কিন্তু সেই আনন্দ আর নানা বাড়ি পর্যন্ত পৌঁছালো না। মাঝ হাওরে নৌকা থেকে পড়ে চলে যেতে হলো না ফেরার দেশে। ঈদ আনন্দের পরিবর্তে এখন নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামে।

নিহত পপি উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে ও মণি একই গ্রামের সালাম মিয়া মেয়ে।

জানা যায়, পপি ও মণিসহ পাঁচ ভাই-বোন মিলে নৌকাযোগে পাশ্ববর্তী গ্রামে নানার বাড়ি যাচ্ছিল। মাঝ হাওরে তাদের নৌকাটি যাওয়ার পর হঠাৎ করে পপি ও মণি নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাদের সাথে থাকা অন্য ভাই-বোনও শিশু হওয়ায় তারা বিষয়টি আঁচ করতে পারেনি। দূর থেকে একজন জেলে নৌকা থেকে তাদের পড়ে যাওয়ার বিষয়টি দেখে চিৎকার করতে থাকেন। পরে অন্যদের ডেকে বিষয়টি জানানোর পর খোঁজাখুঁজির করে পপি ও মণির নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত পপি এবং মণির চাচাতো ভাই কামাল মিয়া বলেন, ঈদের দিনে এমন দুঃসংবাদে আমাদের আকাশ ভেঙে মাথায় পড়েছে। মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যে পপি ও মণি আর আমাদের মধ্যে নেই।

সিলেটভিউ২৪ডটকম/১ আগস্ট ২০২০/কাজল/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন