আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৭ ১৩:৩৮:৫৬

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল আহাদ মিয়ার সাথে তার ভায়রা একই এলাকার শাহিদ মিয়া দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হন। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এএসআই নেছা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ সেপ্টেম্বর ২০২০/কেএস/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন